ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না কেউ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ মে ২০২৩   আপডেট: ১৭:০০, ১৩ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না কেউ

উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোকাবিলায় লক্ষ্মীপুরে ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৪২০ মেট্রিকটন চাল, বিস্কুটসহ শুকনা খাবার মজুদ রেখেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এছাড়া, ৬৪ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। তবে, আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না কেউ। উপকূলের বাসিন্দাদের অভিযোগ, আশ্রয়কেন্দ্রে খাবার সংকটে পড়তে হয়।

এদিকে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মেঘনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে নদী উত্তাল রয়েছে। ঝুঁকিতে রয়েছে উপকূলবর্তী এলাকার বাঁধের কিছু স্থান। লক্ষ্মীপুর থেকে সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ‘জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও ৩টি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্যোগকালীন কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।’

লিটন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়