ঘূর্ণিঝড় মোখা: সহায়তায় প্রস্তুত কোস্ট গার্ড
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা এ ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১২ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুর রহমান জানিয়েছেন, উপকূলীয় দ্বীপ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেওয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সব জোন, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেস্কিউ টিম প্রস্তুত আছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য কোস্ট গার্ডের মেডিক্যাল টিম ও ডুবুরি টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয়ের জন্য কোস্ট গার্ড জোনভিত্তিক কন্ট্রোল রুম পরিচালনা করবে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরগুলোতে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার লক্ষ্যে মনিটরিং করা হবে।
সদর দপ্তর- ০১৭৬৯৪৪০৯৯৯
ঢাকা জোন-০১৭৬৯৪৪১৯৯৯
চট্টগ্রাম জোন-০১৭৬৯৪৪২৯৯৯
বরিশাল জোন-০১৭৬৯৪৪৩৯৯৯
খুলনা জোন- ০১৭৬৯৪৪৪৯৯৯
মাকসুদ/রফিক
- ২ বছর আগে কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দূরে মোখা
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে কন্ট্রোল রুম চালু
- ২ বছর আগে ‘মোখা’র প্রভাবে দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
- ২ বছর আগে বিমানের ফ্লাইট বন্ধ, যাত্রীদের অফিসে যোগাযোগের অনুরোধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে ৩২ হাজার মানুষ
- ২ বছর আগে সারা দেশে নৌ চলাচল বন্ধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে বেড়েছে নদ-নদীর পানি
- ২ বছর আগে বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: ভূমিধসের আশঙ্কা
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- ২ বছর আগে মোখায় খুলনা উপকূলে আতঙ্ক
- ২ বছর আগে মোখা : মহেশখালির এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ
- ২ বছর আগে উপকূলে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা
- ২ বছর আগে কক্সবাজারে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, বিমান চলাচল বন্ধ