ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১১ মে ২০২৩   আপডেট: ২১:২৯, ১১ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঝালকাঠিতে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপাশি প্রাথমিকভাবে ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জেলার চার উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়া, উপকূলীয় এলাকার সব সাইক্লোন শেল্টার ও বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৩৮টি মেডিকেল টিম।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘প্রাথমিকভাবে ১৬০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, প্রয়োজনীয় নগদ অর্থ, চাল, শুকনো খাবার ও টেউটিন মজুদ রাখা হয়েছে।’

অলোক/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়