ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাট থেকে নিখোঁজ শিশু উদ্ধার হলো কুয়াকাটায়

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২০ মে ২০২৩  
বাগেরহাট থেকে নিখোঁজ শিশু উদ্ধার হলো কুয়াকাটায়

বাগেরহাট থেকে নিখোঁজ হওয়া শিশু ইকরাম হাসান ইমনকে (১৩) উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। পটুয়াখালীর ‍কুয়াকাটা থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার (২০ মে) বিকেলে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে ইমন বাগেরহাট থেকে নিখোঁজ হয়। 

আরো পড়ুন:

উদ্ধার হওয়া ইমন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকরপুর গ্রামের মো. ইকবার হোসেনের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, গতকাল রাতে সেভেনস্টার বাসের ড্রাইভার ফোন করে জানায় তার গাড়িতে অভিভাবক ছাড়া একটি শিশু রয়েছে। শিশুটি নিজের ঠিকানা বলতে পারছে না। পরবর্তীতে পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। শিশুটি নিজের ঠিকানা বলতে না পাড়ায় বেগ পেতে হয় তার পরিবারের সন্ধান পেতে। এক পর্যায়ে ইমন যে স্কুলে পড়ালেখা করে সেই নিজের স্কুলের নাম জানায়। পরে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে ইমনের বাবাকে খুঁজে বের করা হয়।

ইমনের বাবা মো. ইকবাল হোসেন বলেন, ‘গতকাল বিকেলে বাড়িতে খেলা করছিল ইমন। হঠাৎ সে নিখোঁজ হয়। ইমনকে না পেয়ে আত্বীয়-স্বজনের বাড়ি এবং পুরো এলাকায় মাইকিং করা হয়। কিন্তু ওর কোনো সন্ধান মেলেনি। পরে পুলিশের কাছ থেকে আসা ফোন থেকে জানতে পারি ইমন কুয়াকাটায় আছে। এখন আমি আমার ছেলেকে নিতে এসেছি। ট্যুরিস্ট পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা অনেক কষ্ট করেছে আমার ছেলেকে নিয়ে। আমি তাদের কাছ ঋণী।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘ছেলেটি কখন গাড়িতে উঠেছে তা বাসের চালক খেয়াল করেননি। কুয়াকাটায় আসার পর শিশুটিকে তার ঠিকানা জিজ্ঞেস করা হয়। কিন্তু সে কিছুই বলতে পারেনি। পরে আমাদের টিম সার্বিকভাবে বিষয়টি তদারকি করে। ছেলেটি তার বাবার নাম বা মোবাইল নম্বর বলতে না পাড়ায় আমাদের বেগ পেতে হয়। তবে আমরা এখন শিশুটিকে তার স্বজনদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের স্বার্থকতা।’ 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়