ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএসএফের গুলিতে আহত সেই পাথর শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২১ মে ২০২৩  
বিএসএফের গুলিতে আহত সেই পাথর শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে পাথর সংগ্রহ করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত পলাশ (৩৫) নামের বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।

রোববার (২১ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে পাথর শ্রমিক আহত

এর আগে, একই দিন দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকার সাও নদীতে পাথর তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন পলাশ।  

নিহত পলাশ একই ইউনিয়নের বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে ভুতিপুকুর গ্রামে ভারত সীমান্তবর্তী সাও নদীতে কয়েকজন সহযোগীর সঙ্গে নুড়ি পাথর সংগ্রহ করছিলেন পলাশ। ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের টহল টিমের একজন সদস্য নদীর পাড়ে থাকা চা বাগান থেকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালান। এসময় একটি গুলি পলাশের পেটে বিদ্ধ হয়। পরে শ্রমিকরা পলাশকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পলাশকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ পাথর শ্রমিক পলাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সেখানেই লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

নাঈম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়