ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় ধরা পড়ল ২৭ কেজির কাতল, বিক্রি অর্ধলাখে

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৭ মে ২০২৩   আপডেট: ১৬:১৩, ২৭ মে ২০২৩
পদ্মায় ধরা পড়ল ২৭ কেজির কাতল, বিক্রি অর্ধলাখে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে স্থানীয় জেলে খলিল হলদারের জালে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। আজ শনিবার (২৭ মে) সকালে পদ্মা নদীর উজানে মাছটি ধরা পড়ে। 

খলিল হালদার তার সঙ্গীদের নিয়ে জাল ফেলার কিছুক্ষণ পরে জালে জোরে ধাক্কা লাগে। সহযোগীদের নিয়ে জাল তুলতেই দেখেন বড় কাতল মাছ। মাছটি জাল থেকে উঠিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এলে ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ সেটি কিনে নেন।

আরো পড়ুন:

মাছ ব্যাবসায়ী শাজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীতে বড় মাছ ধরা পড়েছে— এই খবর শোনার পর স্থানীয় জেলেদের সঙ্গে যোগাযোগ করে জেলে খলিল হালদারের কাছ থেকে কিনে নেই। ২৭ কেজি ওজনের মাছটি প্রতিকেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে আমার আড়ত ঘরে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।’  
 

রবিউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়