চট্টগ্রামে কোটি টাকার হাতির দাঁত ও হরিণের চামড়া জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
জব্দকৃত হাতির দাঁত
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ১৪ কেজি ওজনের হাতির দাঁত ও একটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। এসময় এক পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব।
শনিবার (২৭ মে) দুপুরে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এতথ্য জানান।
গ্রেপ্তার পাচারকারীর নাম আবদুল মালেক (৬৮)।
নুরুল আবছার জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় এক ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাসার বেডরুমের খাটের নিচ থেকে চারটি হাতির দাঁত, ছোট বড় ও মাঝারি আকারের ২০টি হাতির দাঁতের খণ্ডাংশ (মোট ১৪ কেজি) এবং একটি হরিণের চামড়া জব্দ করা হয়। জব্দকৃত এসব দাঁত ও চামড়ার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেজাউল/ মাসুদ