বাগেরহাটে বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে এনামুল শেখ (৩৫) নামের এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় মিলন শেখ নামের আরও এক শ্রমিক আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া এনামুল শেখ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. ফজিলত শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শনিবার) দুপুরে বুড়িরডাঙ্গা ইউনিয়নের একটি বালুর মাঠে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন এনামুল। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। আহত হন মিলন। পরে মিলনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, বজ্রপাতে একজন নিহত হয়েছেন। একজন চিকিৎসাধীন আছেন। দুই পরিবারের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
টুটুল/ মাসুদ
আরো পড়ুন