ঢাকা     রোববার   ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ৯ ১৪৩০

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান জামাল গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৮ মে ২০২৩   আপডেট: ১০:৪৮, ২৮ মে ২০২৩
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান জামাল গ্রেপ্তার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ মে) রাতে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ২০১৯ সালের একট জ্বালাও—পোড়াও মামলায় খান জামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে ২০১৫ সালের ২২ নভেম্বর খান জামালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন রাত পৌনে ১ টার দিকে সিলেট মহানগরের মিরাবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নূর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়