ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিজিবি-বিএসএফের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে’

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৮ মে ২০২৩  
‘বিজিবি-বিএসএফের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘বিজিবি-বিএসএফের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে। দুই বাহিনীর মধ্যে কোনও সমস্যা থাকলে আমরা সেই বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে থাকি। আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করছি।’

রোববার (২৮ মে) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে বিজিবি মহাপরিচালক হিলি সীমান্তের জিরো পয়েন্টে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ সদস্যরা।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে হিলি সীমান্তে সীমান্ত হাট বসাবে। তাহলে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বৈঠকে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলান্ত রায় শর্মা, রায়গঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুমার উপস্থিত ছিলেন। অন্যদিকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার রাশেদ আসগর, জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম প্রমুখ।

মোসলেম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়