ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৮ মে ২০২৩  
পাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ মে) রাতে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সাত সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হলেন, দৈনিক বাংলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উজ্জ্বল কুমার বিশ্বাস ও সদস্য সচিব এশিয়ান টিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দূর্জয় কর্মকার।

আরো পড়ুন:

যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল ইসলাম এবং দৈনিক নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

এছাড়া সদস্যরা হলেন, দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিডি২৪ভিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর মোহাম্মদ হোসেন এবং চ্যানেল টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাধুরী আক্তার মায়া।

সংগঠনের আহ্বায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক স্থবিরতা কাটানোর জন্য এই কমিটি গঠন করা হয়েছে। সংগঠনে গতিশীলতা এনে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়ার কথা জানান তিনি।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়