ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৩১ মে ২০২৩   আপডেট: ০৯:১৩, ৩১ মে ২০২৩
ময়মনসিংহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বানিহালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের আব্দুর রওফের দেড় বছর বয়সের মেয়ে আছিয়া ও রাবেয়া (৩)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালের দিকে ওই দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে, দুই শিশুকে আশপাশে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরের পানিতে খোঁজ করেন। পরে পুকুর থেকে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে তার স্বজনরা।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দুই শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। 

মিলন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়