ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৩১ মে ২০২৩  
বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত

ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩১ মে) উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাকারজান সীমান্ত এলাকার ৯৪০-এর ৬ নম্বর সাব পিলারের নিকট এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ভারত-বাংলাদেশের একটি যৌথ দল গরুর মাংস আনার উদ্দেশ্যে কাঁটাতারের পাশে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বাংলাদেশি হাফিজুর রহমান হাফি গুরুতর আহত হন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফুলবাড়ী সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।’

সৈকত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়