ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

মাগুরায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৩১ মে ২০২৩  
মাগুরায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

গ্রেপ্তার আসামি মাসুম বিল্লাহ

মাগুরার মহম্মদপুরে মাসুম বিল্লাহ (৩০) ও আমির হোসেন (৩৫) নামের দুই যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) বিষয়টি জানিয়েছে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় ।

গ্রেপ্তার মাসুম বিল্লাহ মহম্মদপুর সদরের ধোয়াইল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় লেখাপড়া শেষ করেছেন। আমির হোসেনও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের পাঁচ রাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময়  মাসুম বিল্লাহ ও আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরো পড়ুন:

ওসি অসিত কুমার রায় বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
 

শাহীন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়