ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেরপুরের ‘তুলশীমালা’ পেল জিআই পণ্যের স্বীকৃতি

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৩১ মে ২০২৩  
শেরপুরের ‘তুলশীমালা’ পেল জিআই পণ্যের স্বীকৃতি

শেরপুরের ঐতিহ্যবাহী তুলশীমালা চাল জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছে। জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার জেলার পাঁচ উপজেলার ৭ হাজার হেক্টর জমিতে তুলশীমালা ধানের আবাদ করা হয়েছিল। এতে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল পাওয়া গেছে।

প্রচারের স্বার্থে এবার কৃষি বিভাগের পক্ষ থেকে ১ কেজি করে প্যাকেট তৈরি করে মোট ১১ হাজার প্যাকেট তুলশীমালা চাল বাজারজাত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন কৃষি মেলায় এই চাল বিক্রি করে সারা দেশের সুনাম কুড়িয়েছে।

সেই প্যাকেটের গায়ে বাংলা ও ইংরেজি ভাষায় তুলশীমালা চালের গুণাগুণ উল্লেখ করা হয়েছে, যেন এই চাল সম্পর্কে সবাই ধারণা অর্জন করতে পারে। এই চাল কৃষি বিভাগের তত্বাবধানে বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ চলছে।

জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, ‘জিআই পণ্যে হিসেবে স্বীকৃতির মাধ্যমে আমাদের একটি উদ্যোগের সফল পরিসমাপ্তি ঘটল। আমাদের আবেদনের প্রেক্ষিতে তুলশীমালা চাল শেরপুর জেলার জিআই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার সাধারণত একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে কোনো পণ্যের গুণগত মান নিয়ে খ্যাতি তৈরি হলে তাকে জিআই পণ্যে হিসেবে স্বীকৃতি দেয়। এই চাল রপ্তানি শুরু হলে শেরপুরের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ভৌগোলিকভাবে শেরপুরের পরিচিতি বাড়বে।’

শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস বলেন, ‘জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টা এবং কৃষি বিভাগের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তুলশীমালা চাল জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

তারিকুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়