ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ জাল তৈরির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৩১ মে ২০২৩  
অবৈধ জাল তৈরির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার গোসাইবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১১ মে মুন্সীগঞ্জ সদরে নৌপুলিশের অভিযানে ওই বিএনপি নেতার মালিকানাধীন কারখানা থেকে ৩ কোটি ১১ লাখ মিটার কারেন্ট জালসহ চায়না জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব জালের বাজার মূল্য ১০ লাখ টাকা। অভিযানের পর থেকে বিএনপির এই নেতা পলাতক ছিলেন।

রতন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়