ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীকে ঝাড়ুপেটা করেছেন সানাই! 

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ৩১ মে ২০২৩  
স্বামীকে ঝাড়ুপেটা করেছেন সানাই! 

কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিল সানাই মাহবুব। বুধবার (৩১ মে) সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হয়েছে। 

এ বিষয়ে সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা বলেন, ‘একটু আগেই ভালো ছিল। হঠাৎ বটি নিয়ে এসে আমার মাথায় চোট মারে। পরে ভাগ্য ভালো বাসা থেকে বাইরে চলে এসেছি আর কি। আজকে ঝাড়ু দিয়া মাইরও দিছে, এর আগে পা দিয়ে লাথিও মারছে। তবুও আমি কিছু বলি নাই। আজকে দুই তিনটা লাথি মারছে,। আমার কিডনির সমস্যা করে দিছে। তারপর আমি কিছু বলিনি। তার সঙ্গে আজ একটু কথা কাটাকাটি হইছে। এজন্য ঝাড়ু দিয়া মাথায় মারছে। তারপর আমি একটা থাপ্পড় দিছি। থাপ্পড় দেওয়ার পর আমাকেও দুটা থাপ্পড় মারছে। আমাকে প্রায় মারে আর কি। আমি এ নিয়ে কিছু বলি না। এই কারণে সর্ম্পকটা টিকে থাকুক।’ 

আবু সালেহ মুসা আরও বলেন, ‘সে আমাকে আজকে বলে এই তুই আমাকে চর মারিস, তুই আমাকে চিনিস। আমি তখন তাকে বলি তুমি তো আমাকে। তারপর সে চেয়ার দিয়ে আমার শরীরে মারলো। তারপর রান্না ঘর গেছিল বটি আনতে, আমি তা দেখে পালাতে ধরছিলাম দরজাও খুলতেছিল না। বটি দিয়ে আমার হাতে আঘাত করছে। ভাগ্য ভালো বটি আমি ধরতে পারছি। না ধরলে আজকে আমি মার্ডার হয়ে যাইতাম।’ 

তিনি বলেন, ‘আমি একটু শাসন করবো সেটাই অপরাধ। আমি একটু কেয়ার করলে সেটা অপরাধ। আমাদের মধ্যে কোনো কিছু গ্যাপও ছিল না। ফ্যামিলি থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। ওরা আসেও না, আমাদের দেখেও না। এসে তো সমাধান বের করবে, চাকরিটা হচ্ছে মূল সমস্যা। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

বুধবার (৩১ মে) রাত ৮ টা ৫৮ মিনিটের দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে সানাই ডিভোর্সের কথা জানান। ভেরিফায়েড পেজে সানাই লিখেন, ‘আসসালামু আলাইকুম, ডিভোর্স এর অফিশিয়াল কাজ শুরু হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। বিপদে যেন আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। কিছু সম্পর্ক শেষ হওয়াই ভালো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।’ 

এ বিষয়ে সানাই মাহবুবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সিথুন/বকুল/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়