ঢাকা     শনিবার   ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ৮ ১৪৩০

ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১ জুন ২০২৩  
ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ফুল মিয়া (৪৩) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকালে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের নয়ারহাট গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের কনস্টেবল সেলিম হোসেন বলেন, ‘লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস নলডাঙ্গা স্টেশনে ঢোকার সময় লাইনের পাশেই দাঁড়িয়েছিলেন ফুল মিয়া। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’ 

মাসুম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়