টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানের ৪ আরোহী নিহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের ৪ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার পাইটকা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০), তাদের ছেলে সিয়াম মিয়া (৭) ও একই গ্রামের দরাজ আলীর ছেলে ভ্যান চালক ফরহাদ (৪৫)।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার হেমাউল কবির বলেন, ‘মধুপুর হতে বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইল থেকে মধুপুর যাচ্ছিল ব্যাটারিচালিত ভ্যানটি। পথিমধ্যে বাসটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও এক নারী নিহত হন। এছাড়া, গুরুতর আহত হয় এক শিশু। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
কাওছার/কেআই