ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১ জুন ২০২৩  
কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

ফাইল ফটো

কক্সবাজার কারাগারের মোহাম্মদ রফিক (২৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদ রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। জেল সুপার মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টেকনাফ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মোহাম্মদ রফিক গত বছর থেকে কারাগারে ছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

জেল সুপার আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। মৃত হাজতির স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়