ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিদ্যুতের খুঁটিতে ঝুলছিল শ্রমিকের লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২ জুন ২০২৩  
বিদ্যুতের খুঁটিতে ঝুলছিল শ্রমিকের লাশ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের কোর্ট মসজিদ এলাকায় পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আব্দুল হাদী (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) ঘটনাটি ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হাদী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শাখচুড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদের এলাকায় কাজ করতে বিদ্যুতের লাইনের খুঁটিতে ওঠেন আব্দুল হাদী। কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ থাকার কথা থাকলেও সেটি চালু ছিল। যার কারণে আব্দুল হাদী বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার দেহ তারে ঝুলে থাকে। পরে দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে আব্দুল হাদীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। পরে গুরুতর অবস্থায় তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাদীকে মৃত ঘোষণা করেন।  

ওসি আসাদুজ্জামান জানান, সকালে ঘটনাটি জানার পর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।  ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিকেলে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রুমন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়