ঢাকা     শনিবার   ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ৮ ১৪৩০

অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২ জুন ২০২৩  
অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত 

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে তুচ্ছ ঘটনায় অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ চার জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়ির আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এদিকে, ঘটনাটির পরপরই ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

গতকাল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (২ জুন) দুপুরে দুই দফায় ইসদাইর বুড়ির দোকান এলাকার গাজী আলমগীর হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে। 

অভিযোগে জাকির হোসেন উল্লেখ করেন, গাজী আলমগীর হোসেনের বাড়ির দুটি ফ্লাটে ভাড়া থাকেন জাকির হোসেন ও আলম। তারা একই রান্না ঘরে পাক করেন। গতকাল বৃহস্পতিবার রাতে জাকির হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী আনেসা বেগম রান্না করার সময় পাশের ফ্ল্যাটের আলমের ছোট বোন সুমাইয়া আক্তারের ওপর পানির ছিটা পড়ে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমাইয়া তার দুই ভাইকে ডেকে এনে আনেসা বেগমকে মারধর করেন। আনেসা বেগমের স্বামী জাকির হোসেন ও পাশের ফ্ল্যাটের রমজান আলী এবং বাড়ির মালিক গাজী আলমগীর হোসেন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়।

এক পর্যায়ে সুমাইয়ার ভাই আলম ও রাকিবুল স্থানীয় সন্ত্রাসী কমল, রুবেল, সাব্বির, মানিক, পায়েল ও রক কাটা আকাশসহ আরো ১০/১৫ জনকে ডেকে এনে বাসায় ভাঙচুর চালান। পরে রাত রাত সাড়ে ১১টার দিকে থানায় অভিযোগ করেন জাকির হোসেন। আজ (শুক্রবার) দুপুরে সন্ত্রাসীরা আবারও হামলা চালায়। 

বাড়ির মালিক গাজী আলমগীর হোসেন জানান, ঝগড়া বিবাদ করা দুটি পরিবারই আমার বাড়ির ভাড়াটিয়া। এদের মধ্যে একটি পরিবার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে বাসায় হামলা চালিয়ে সামান্য বিষয়কে বড় করে আতঙ্ক ছড়িয়েছে। আমি সন্ত্রাসীদের বিচার চাই।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়