ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সঙ্কটে পড়বে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৩ জুন ২০২৩  
যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সঙ্কটে পড়বে: হানিফ

ঈদের পরে সরকার পতনে বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘২০১২ সাল থেকেই বিএনপি ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলন করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতায় আছেন। তাই বিএনপির আন্দোলন নিয়ে কথা বলার কিছু নেই।’

তিনি বলেন, ‘নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সঙ্কটে পড়বে। বিএনপি প্রতিষ্ঠিত সন্ত্রাসী-দুর্নীতিবাজ দল। এই দলের নেতাকর্মীরা কি বললো সেটা নিয়ে জনগণ ভাবে না।’

শনিবার (৩ জুন) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজেট নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের বিষয়ে হানিফ বলেন, ‘বিএনপি নেতারা বাজেট না পড়েই গণবিরোধী আখ্যা দিয়েছে। মিথ্যাচার করা যাদের অভ্যাস, সেই বিএনপি না বুঝেই বাজেট নিয়ে মিথ্যাচার করছে।’

তিনি আরও বলেন, ‘করোনা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে যে অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। এই বাজেট হলো সেই সঙ্কট কাটিয়ে অর্থনৈতিক চাকাকে সচল রাখার বাজেট।’

কাঞ্চন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়