রাজশাহীতে দুই কোটি টাকা মূল্যের হেরোইনসহ নারী গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ অলকা রানী সিং (৫২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
অলকা রানী গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা। তার স্বামীর নাম নির্মল চন্দ্র সিং।
সোমবার (৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। রোববার (৪ জুন) সন্ধ্যায় র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অলকার বাড়িতে এই অভিযান চালায়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, অলকার বাড়িতে হেরোইন থাকার খবর পেয়ে র্যাবের একটি দল গিয়ে বাড়িটি ঘেরাও করে। এ সময় অলকা পালানোর চেষ্টা করলে র্যাবের নারী সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ নিয়ে অলকার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
কেয়া/টিপু
আরো পড়ুন