যশোরে ৩ কেজি সোনা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৪৭, ৫ জুন ২০২৩

যশোরের চৌগাছার কাবিলপুর সীমান্ত থেকে সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি সংবাদ বিপ্তপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জুন) সকাল ৯টার দিকে কাবিলপুর সীমান্তে দুই জন লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। এ সময় তারা তাদের কোমরে বাঁধা গামছা খুলে ফেলে পালিয়ে যায়। তাদের ধাওয়া করা বিজিবির সদস্যরা গামছার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি সোনার বার উদ্ধার করে।
উদ্ধারকৃত সোনা শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রিটন/বকুল
আরো পড়ুন