ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা:পৌর মেয়র কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৬ জুন ২০২৩  
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা:পৌর মেয়র কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেম হত্যা মামলার প্রধান আসামি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে জামিন আবেদনের ওপর শুনানি শেষে মোখলেসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলাদতের বিচারক নির্মলেন্দু দাশ।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম এতথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, নিয়ম মেনে জেম হত্যা মামলার আসামি মোখলেসুর রহমান জামিন আবেদন করেন। দীর্ঘ শুনানির পর আদালত মোখলেসুরের আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এদিকে, জেম হত্যা মামলায় ৫ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার কপিটি ফাঁস হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন আইনজীবী নজরুল ইসলাম।

গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়ন মোড়ে খুন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিবগঞ্জ পৌরাভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খায়রুল আলম জেম। এই ঘটনার ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মেয়র মোখলেসুর রহমানকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়। মামলায় না না জানা আসামি করা হয় ১৫-২০ জনকে। মামলাটি করেন জেমের বড় ভাই মনিরুল ইসলাম। পরে কয়েক দফায় অভিযান চালিয়ে এজহার নামীয় ১১ জন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সম্প্রতি এ হত্যা মামলার ৩২ জন আসামি জামিন আবেদন করেন। এদের মধ্যে ২৬ জনকে জামিন দেন আদালত। সে সময় চারবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রানা টিপুসহ বাকি ৬ জনকে কারাগরে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়