ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রহ্মপুত্রের চরে ১০ দফা দাবিতে ‘নাগরিক আহাজারি’

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৯ জুন ২০২৩   আপডেট: ১৫:১৪, ৯ জুন ২০২৩
ব্রহ্মপুত্রের চরে ১০ দফা দাবিতে ‘নাগরিক আহাজারি’

ব্রহ্মপুত্র নদ রক্ষা, ঢাকা-ময়মনসিংহে দুই জোড়া আন্তনগর ট্রেন, আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ চালুসহ ১০ দফা দাবিতে ‘নাগরিক আহাজারী’ কর্মসূচি পালন করে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন। 

শুক্রবার (৯ জুন) সকালে বিভিন্ন সামাজিক সংগঠন, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুরাতন ব্রহ্মপুত্র নদের মাঝে জেগে উঠা চরে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে প্রতিবাদ জানায়। 

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট খালেকুজ্জামানের সভাপতিত্বে দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, সংগঠনের নেতা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুসহ আরও অনেকে। 

এসময় তারা মৃতপ্রায় ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে সঠিক ভাবে খননের দাবি জানান।

মিলন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়