একদিনে বঙ্গবন্ধু সেতু পারাপার করলো প্রায় ৩০ হাজার যানবাহন
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছেন মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় পরিবহন। গত শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার করেছে ২৯ হাজার ৮৫৭টি যানবাহন। ফলে এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।
সোমবার (২৬ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এতথ্য জানান।
আহসানুল কবীর জানান, শনিবার (২৪ জুন) রাত ১২টা থেকে রোববার (২৫ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫৭টি। টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় পারাপার হয়েছে ১৪ হাজার ৯৭৬টি যানবাহন। ওইসব গাড়ি থেকে টোল এসেছে ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা। এছাড়া পশ্চিম টোল প্লাজায় হয় ১৪ হাজার ৮৮১টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।
তিনি আরও জানান, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।
কাওছার/ মাসুদ
কাওছার/ মাসুদ