ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১১ জুলাই ২০২৩  
টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আম ও কাঁঠাল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

আরো পড়ুন:

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থপক মোল্লা ফজলুল হক মুকুল উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থপক মোল্লা ফজলুল হক মুকুল বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠান ও সড়কের পাশে এক হাজার বৃক্ষরোপণ করা হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সামাজিক দায়িত্বের অংশ হিসাবে সারাদেশের ৫০টি উপজেলায় ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে।

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়