ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বৃক্ষ মেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৭ জুলাই ২০২৩  
গোপালগঞ্জে বৃক্ষ মেলা শুরু

গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘গাছ লাগিয়ে যন্ত করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্য সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেলাটির উদ্বোধন করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. জোবায়ের আহম্মেদসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

আরো পড়ুন:

পৌর পার্কে শুরু হওয়া মেলায় ২৫ স্টল রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি মালিকরা বিভিন্ন ধরনের বনজ, ফলদ, ওষুধি ও ফুলের গাছ নিয়ে মেলায় এসেছেন। প্রথম দিনেই বৃক্ষ প্রেমিদের সারা মিলেছে। অনেকেই মেলায় এসে পছন্দের গাছ কিনে বাড়িতে ফিরতে দেখা গেছে। মেলা আগামী ২৩ জুলাই (রোববার) সন্ধ্যায় শেষ হবে।

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়