ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

চাঁদ ২ দিনের রিমান্ডে

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১৭ জুলাই ২০২৩  
চাঁদ ২ দিনের রিমান্ডে

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (১৭ জুলাই) বিকেলে মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির এ আদেশ দেন।

এর আগে, মাগুরা জেলা কারগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় আবু সাঈদ চাঁদকে আদালতে আনা হয়।

বাদী পক্ষের আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন এতথ্য জানান। 

চাঁদকে সাতদিনের রিমান্ডে নিতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক শেখ সাইফুর রহমান যুক্তি উপস্থাপন করেন। আবু সাঈদ চাঁদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আহম্মদ হোসেন ও কাজী মিনহাজ উদ্দিন যুক্তি উপস্থাপন করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ্যে উস্কানীমূলক ও মানহানীকর বক্তব্য দেন। এরই প্রেক্ষিতে গত ২৪ মে মাগুরা সদর আমলী ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানী মামলা করেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান।  

শাহীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়