ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

টাঙ্গাইলে ২ কি.মি. সড়কের পাশে তাল গাছের চারা রোপণ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৯ জুলাই ২০২৩  
টাঙ্গাইলে ২ কি.মি. সড়কের পাশে তাল গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষায় টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় তাল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

টাঙ্গাইলের কালিহাতীতে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে সড়কের দুই পাশে ছয় শতাধিক তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংড়া ইউনিয়নের পাথালিয়া বাজার পাকা রাস্তা থেকে দেওতলা পর্যন্ত  দুই কিলোমিটার সড়কের দুইপাশে তাল গাছ রোপনের এই কর্মসূচির উদ্বোধণ করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন। 

এ সময় উপস্থিত ছিলেন, সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সবুজ পৃথিবী কালিহাতী উপজেলা শাখার সভাপতি মো. বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়