ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাহাড়ি ঢলে ভেসে গেলেন তারা, মেয়ের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ মা

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:০৭, ১ সেপ্টেম্বর ২০২৩
পাহাড়ি ঢলে ভেসে গেলেন তারা, মেয়ের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ মা

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি ঢলের পানিতে মাহ্লা খেয়াং(৫২) ও মানু খেয়াং (১৭) নামে মা-মেয়ে ভেসে গেছে। মেয়ে মানু খেয়াং এর মরদেহ পাওয়া গেলেও মা মাহ্লা খেয়াং এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির তারাছা খাল পারাপার হতে গিয়ে  মা-মেয়ে এ দুর্ঘটনায় পড়েন। তারা রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির ক্রংহ্লাই পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়,  মাহ্লা খেয়াং ও তার মেয়ে জুমের কাজ শেষে বৃহস্পতিবার বিকালে ৪-৫ টার দিকে বাড়ি ফেরার পথে তারাছা খাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যায়। এ খবর শুনে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ে মানু খেয়াং এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মা মাহ্লা খেয়াং এখনো নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, পাহাড়ি ঢলে ভেসে যাওয়া মা-মেয়ের মধ্যে মেয়ের মরদেহ উদ্ধার করা গেলেও এ ঘটনায় মায়ের খোঁজ পাওয়া যায়নি।  

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পাহাড়ী ঢলে মা-মেয়ে ভেসে গিয়ে নিহত একজনের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। ঘটনাস্থলটি রোয়াংছড়ির দুর্গম এলাকা হওয়ায় রাতে যাওয়া সম্ভব নয়। শুক্রবার সকালে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হবে। 

আজ (শুক্রবার) সকালে রোয়াংছড়ি থানার ডিউটি অফিসার জমির উদ্দিন জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ টিম পাঠানো হয়েছে।

চাইমং মারমা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়