ধূমপান করাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, নিহত ১
সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ধূমপান করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির সময় ছুরিকাঘাতে মোজাম্মেল হোসেন মাসুম (৪৩) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় হোসাইন কবির নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মাসুম ছাতক উপজেলার পূর্বনোয়ারাই গ্রামের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের ছেলে।
আটক হোসাইন কবির ছাতক পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ধূমপান পান করাকে কেন্দ্র করে মাসুমের সঙ্গে হোসাইন কবিরসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় মাসুমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান অন্য যুবকরা। ঘটনার পরপরই স্থানীয়রা কয়েকজনকে পালিয়ে যেতে দেখে ধাওয়া করেন। লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে তারা হোসাইন কবিরকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মাসুমকে ছাতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম বলেন, ভোরের দিকে ধূমপান করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে ভোরেই আমরা আটক করেছি।
মনোয়ার/ মাসুদ