ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরার পাম্পগুলোতে তেল বিক্রি স্বাভাবিক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৩
সাতক্ষীরার পাম্পগুলোতে তেল বিক্রি স্বাভাবিক

কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সারা দেশে জ্বালানি তেল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করলেও এর প্রভাব পড়েনি সাতক্ষীরায়। জেলায় প্রতিটি পাম্পে স্বাভাবিকভাবেই তেল বিক্রি হতে দেখা গেছে। পাম্প মালিক সমিতির নেতারা বলছেন, যদি কোনো পাম্পে তেল থাকার পরও তেল বিক্রি না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩ সেপ্টম্বর) সাতক্ষীরা জেলা পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি জানান, যততত্র পেট্টোল পাম্প, কর্মচারীর বেতন, সরকারি বিভিন্ন দপ্তরে চাঁদা দেওয়াসহ বিভিন্ন কারণে পাম্পগুলো ক্ষতির সম্মুখিত হচ্ছে। এসব কারণে আমরা তিন দফা দাবিতে আন্দোলন করছি। আন্দোলনে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং পরিবহন বন্ধ থাকবে।

আরো পড়ুন:

তিনি আরও জানান, তাদের এ আন্দোলন চলাকালে সরাসরি তেল বিক্রি বন্ধ থাকবে না। যতক্ষণ পাম্পে তেল থাকবে আমরা ততক্ষণ তেল বিক্রি করবো। যদি কোনো পাম্প তেল থাকার পরও তেল বিক্রি না করে, সে বিষয়টি আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়