মামার হাতে ভাগ্নে খুন
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন।
নিহত ভাগ্নের নাম সাদির আহমদ (৩০)। তিনি বানায়ত গ্রামের মোহাম্মদ মনর উদ্দিনের ছেলে। অভিযুক্ত হত্যাকারী মামার নাম মনছব আলী (৪৫)। তিনি একই ইউনিয়নের মৃত আবাছ আলীর ছেলে।
রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে মামা মনছব আলী এবং ভাগ্নে সাদির হোসেনদের মধ্যে একটি হত্যা মামলার বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বৈঠক হয়। এই মামলায় তারা দুজনই আসামি ছিলেন। এই মামলার মোট আসামি ছিলেন ২৩ জন। সাদির হোসেনের বাড়িতে সালিশ বৈঠকে সেই মামলা আপোষের জন্য বাদিকে ৭ লাখ টাকা প্রদান সাব্যস্ত করা হয়। এসময় কিছু টাকা কম থাকায় তা মামা দুই বছর পরে দিবে জানালে ভাগ্নে উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে বৈঠকে দু’পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে সাদির ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যেতে বলেন। পরে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ছাতক রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, এই হত্যা ঘটনার খবর পেয়ে আমরা সারারাত সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করছি, তবে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মনোয়ার/টিপু