ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:২১, ৪ সেপ্টেম্বর ২০২৩
শিবচরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু 

মাদারীপুরের শিবচরে পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে হুজায়ফা (৮) ও হামীম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকার পুরাতন পদ্মা নদীর ওপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া হুজায়ফা একই এলাকায় সুরুজ মুন্সী ছেলে ও হামীম পাকের আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে একই এলাকার ৭/৮ জন শিশু নদীতে গোসল করতে যায়। সবাই মিলে নদীতে সাঁতার কেটে সেতুর মাঝামাঝি পিলারের দিকে যায়। এসময় হুজায়ফা ও হামীম ডুবে যায়। পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। আধাঘণ্টা পর নদী থেকে হামীমকেও উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হুজায়ফার বাবা সুরুজ মুন্সী বলেন, আমি আমার বাবাকে মাদরাসায় পড়ানোর নিয়ত করেছিলাম। রাতে তাহাজুদ নামাজ পড়ে ওর জন্য কাদতাম আল্লাহ যেন আমার বাবাকে মাদরাসায় পড়ানোর তৌফিক দেন। হাফেজ বানায়। কিন্তু তা আর হলো না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বেলাল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়