ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জ কারাগারে বিএনপি নেতা চাঁদ

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২৩  
কিশোরগঞ্জ কারাগারে বিএনপি নেতা চাঁদ

মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে তোলা হয় বিএনপি নেতা চাঁদকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জের একটি আদালত। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

অ্যাডভোকেট আতিকুল হক জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসে পুলিশ।  মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন এসময় চাঁদকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও আসামির করা জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে বিচারক চাঁদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হয় চাঁদকে। সে সময় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে গত রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

রুমন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়