ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরও ২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩
সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: দগ্ধ আরও ২ জনের মৃত্যু

ফাইল ফটো

সিলেট নগরীর মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেয়ে চারজনে দাঁড়ালো।

গতকাল রোববার দিবাগত রাতে এবং সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুই জনের মৃত্যু হয় রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

আরো পড়ুন:

আরও পড়ুন: সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১ জনের মৃত্যু

মারা যাওয়া দুজন হলেন- সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪১)। এখনো হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।  

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে মারা যান তারেক। আজ সোমবার সকালে মারা যান বাদল। দুজনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গত ১১ সেপ্টেম্বর সোমবার রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: সিলেটে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, দগ্ধদের ঢাকায় প্রেরণ

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলের নগরীর মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের ৭ কর্মচারী ও দুই পথচারী দগ্ধ হন। খবর পেয়ে সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ রয়েছে, বিরতি সিএনজি ফিলিং স্টেশনে সন্ধ্যা ৭টার দিকে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কম্প্রেসার মেশিনসহ আশপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন: সিলেটের গ্যাস পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৯ 

ফিলিং স্টেশনটির মালিক আফতাব আহমদ লিটন বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি ছিল না। নিহতদের লাশ রাতে সিলেটে পৌঁছাতে পারে বলেও জানান তিনি।

নূর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়