ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

বান্দরবানে সাপসহ হাসপাতালে সাপেকাটা রোগী

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৩  
বান্দরবানে সাপসহ হাসপাতালে সাপেকাটা রোগী

বান্দরবানে সাপের কামড় খেয়ে জীবিত সাপটি ধরে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৈকত আলী নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন তিনি। সাপের কামড়ে আহত সৈকত আলী (৩৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

সৈকত আলীর ভাগিনা মো. জিন্নাত আলী জানান, তার মামা সৈকত সকালে শ্রমিকের কাজ করতে পাশের এলাকায় যান। সেখানে বাঁশের আঁটি কাঁধে নিলে একটি সাপ তার গলার পেছনে কামড় দেয়। এ সময় মামা কামড় দেওয়া সাপটি ধরে ফেলেন এবং সকাল সাড়ে ১০টায় সাপটিসহ বান্দরবান হাসপাতালে এসে ভর্তি হন।

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাউছার সুলতানা জানান, সাপেকাটা রোগী সৈকত আলীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে সাপটি অতি-বিষাক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।

গত আগস্ট থেকে এ পর্যন্ত সাপের কামড় খেয়ে বান্দরবান সদর হাসপাতালে অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন।
 

চাইমং/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়