ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৩
মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

আইরিন ইসলাম। ফাইল ফটো

অফিস থেকে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের (৩৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার সঙ্গে মোটরসাইকেলযোগে ফরিদপুরের যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, আইরিন ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। অফিস থেকে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তামিম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়