ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৪৫ মেট্রিক টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৩  
প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৪৫ মেট্রিক টন ইলিশ

ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার মধ্যে প্রথম চালানে সাড়ে ৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে গেল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সরকার ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। যার মধ্যে প্রথম দিন ১২টি ট্রাকে সাড়ে ৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ রয়েছে।

বেনাপোল ফিসারিস মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মাহাবুর রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানি করতে পারবে।

রিটন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়