ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ঝালকাঠিতে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, প্রসূতিসহ আহত ৭

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৪:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৩
ঝালকাঠিতে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, প্রসূতিসহ আহত ৭

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক প্রসূতি নারীসহ ৭ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে এক প্রসুতি নারীকে নিয়ে স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের  সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন প্রসুতি নারী রোজিনা আক্তার (২৩), তার স্বামী নিজাম মৃধা (২৮), মাসুদ মৃধা (২১), জামাল হোসেন (৩৫), রাসেল বেপারী (২৬), আছমা বেগম (২৬) ও হালিমা বেগম (৩৫)। 

আহতরা সকলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া গ্রামের বাসিন্দা।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, দুর্ঘটনায় কারো মৃত্যু হয়নি। তবে গুরুতর অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

অলোক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়