সংসদ নির্বাচন: গাজীপুরে জাকের পার্টির ৩ প্রার্থীর নাম ঘোষণা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাকের পার্টি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের উপজেলা জাকের পার্টির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির অতিরিক্ত মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ এন এম মনিরুজ্জামান লাল।
ঘোষিত প্রার্থীদের নাম হলো- গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে এবিএম জিয়াউর রহমান ওরফে ফেলু হাজী। তিনি জাকের পার্টির ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি। গাজীপুর-৪ কাপাসিয়া আসনে ডা. জুয়েল কবির। তিনি গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক। গাজীপুর-১ কালিয়াকৈর আসনে মানিক সরকার। তিনি গাজীপুর জেলা কমিটির সহ সভাপতি।
কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আনোয়ারুল হক বাচ্চুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঘোষণাকৃত ৩টি আসনের প্রার্থীরা।
এসময় কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মুরু, কালীগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি নায়েক (অব.) মোস্তফা কামাল আরমানসহ দলটির স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
রফিক/ মাসুদ
আরো পড়ুন