ঢাকা     রোববার   ০৩ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩০

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৩  
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ মো. স্বপন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সাদিপুর মহল্লায়।

র‌্যাব জানায়, স্বপনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। তিনি একটি অটোরিকশায় করে এসব অস্ত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বপন একজন অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেয়া/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়