ঢাকা     রোববার   ০৩ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩০

ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

রুমানা আক্তার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার (২৫) মারা গেছেন। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মারা যাওয়া রুমানা মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে থাকতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন চৌধুরী ও রুমানার পারিবারিক সূত্রে জানা গেছে, চারদিন আগে হঠাৎ রুমানার জ্বর আসে। গত বুধবার সন্ধ্যার দিকে তাকে রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর থেকেই রুমানার রক্তের প্লাটিলেট কমতে শুরু করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রক্তের প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকদের পরামর্শে রুমানাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হয়। পরে বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী বলেন, রুমানা মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রবিউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়