ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর ) দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর কাশিডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিরব একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ওসি খায়রুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩টার দিকে দুর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের বাসিন্দা নিরবের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা জব্দ হয়। একই সঙ্গে নিরবকে গ্রেপ্তার করা হয়। নিরবের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মঈনুদ্দীন/ মাসুদ
আরো পড়ুন