ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৩  
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও দাশের হাট পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক আগুন  আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালামালসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ১০ দোকান পুড়ে গেছে।

লিটন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়