ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমার নীতি, কাউকে খালি হাতে ফেরাই না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২৩
আমার নীতি, কাউকে খালি হাতে ফেরাই না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচন করার পর থেকে আমি সব সময় সাধারণ জনগণের পাশে থেকেছি। এলাকার হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং অবকাঠামোগত উন্নয়ন করেছি।

তিনি বলেন, কে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য পার্টি করে তার হিসেব করিনি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। আমার নীতি হলো, আমি কাউকে খালি হাতে ফেরাই না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি গার্মেন্টস কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, শহর থেকে এত দূরে একটা গার্মেন্টস স্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। বর্তমানে এখানে ২০০টি মেশিন এবং সাড়ে তিনশ মানুষ কাজ করছে। ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তৃত হবে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটা দেশের অর্থনীতিকে আরও ত্বরান্বিত করবে।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়