ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

কলাপাড়ায় টমটমের চাপায় যুবক নিহত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
কলাপাড়ায় টমটমের চাপায় যুবক নিহত

ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের নিচে চাপা পড়ে বরুণ চন্দ্র (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বরুণ চন্দ্র চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের বুদ্ধি চন্দ্র মজুমদারের ছেলে। তিনি পেশায় স্থানীয় একটি বেকারির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, টমটম দিয়ে বেকারির মাল নিয়ে যাচ্ছিলেন বিধান। এ সময় টমটমের দুই পাশে দুজন বসে ছিলেন। হঠাৎ টমটম উল্টে গেলে নিচে চাপা পড়েন বিধান। এ সময় টমটমের লোহার এঙ্গেল মাথায়  ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মাথায় এঙ্গেল ঢুকে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়